অত্র ইউনিয়নে একটি মাত্র ঐতিহ্যবাহী হাট রয়েছে। যাহার নামুড়ীরহাট নামে পরিচিত। উক্ত হাট সপ্তাহে দু'দিন বসে। যেমন-শনি ও বুধবার। এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়-বিক্রয় করে থাকেন। অত্র ইউনিয়ন বেশ কয়েকটি বাজার রয়েছে। যেমন-পলাশী বাজার, মহিষাশহর বাজার, দেওডোবা হাজীর বাজার, রথেরপাড় বাজার, তালুক পলাশী মাছুয়া পাড়া বাজার, কলতারপাড় বাজার ইত্যাদি।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)