অত্র ইউনিয়নে কোন মাজার নেই। অত্র ইউনিয়নের লোকজন অধিকাংশ মুসলমান । কিছু হিন্দু লোকও আছে । অত্র ইউনিয়নের লোকজন অধিকাংশ মুসলমান থাকলেও কোন পীরদরবেশের আবির্ভাব হয়নি । যাহার কারনে অত্র ইউনিয়নে কোন মাজার গড়ে ওঠেনী । কিন্তু তার পরেও রথেরপারে পশ্চির্মে ডিসি রোডের দক্ষিন পার্শ্বে ছোট্র একটি মাজার এবং নামুড়ী বাজারের পশ্চিমে গাটিম কবিরাজের বাড়ীতে একটি মাজার পরিলক্ষিত হয়। যাহাতে কোন অনুষ্ঠান হয় না এবং লোকের সমাগম হয় না।